Site icon Jamuna Television

বিএনপি নেতা আমিনুল ৮ দিনের রিমান্ডে

নাশকতার মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) নুরুল হুদা চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমিনুলকে আটক করা হয়। পরে তাকে পল্টন থানার নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়।

বৃহস্পতিবার সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

/এনকে

Exit mobile version