Site icon Jamuna Television

কুষ্টিয়ায় ২৯৬ বোতল ফেনসিডিলসহ আটক ১

কুষ্টিয়া করেসপন্ডেন্ট:

কুষ্টিয়ায় ২৯৬ বোতল ফেনসিডিলসহ শরিফুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক শরিফুল কুষ্টিয়া সদরের ত্রিমোহনী এলাকার মৃত করম আলীর ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়েছে। এ সময় একটি গাড়িও জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে অন্যকেউ জড়িত রয়েছে কি-না সেটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

/আরএইচ/এনকে

Exit mobile version