Site icon Jamuna Television

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে ফিরেছেন মুমিনুল

আনুষ্ঠানিকার ম্যাচে আগফানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।

গুরুত্বহীন এই ম্যাচে বাংলাদেশ একাদশে বিশ্রাম দেয়া হয়েছে মুশফিকুর রহিম ও মোস্তাফিজকে। তার বদলে প্রায় সাড়ে তিনবছর পর ওয়ানডে দলে ফিরলেন মুমিনুল হক। এছাড়া অভিষেক হয়েছে পেসার আবু হাযদার রনির ও নাজমুল হোসেন শান্তর। আর এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আফগানিস্তান। নাজিবুল্লাহ জাদরানের জায়গায় দরে জায়গা হয়েছে সানাউল্লাহ শেনওয়ারির। আগামী কালই অবশ্য সুপার ফোরের মিশন শুরু হবে দুদলের। ভারতের বিপক্ষে বাংলাদেশ আর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

Exit mobile version