Site icon Jamuna Television

সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সাকিব

ছবি: সংগৃহীত

দিল্লিতে একটি পাঁচতারকা হোটেলে প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন দিল্লিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হওয়ায় সেখানেই প্রধানমন্ত্রী কন্যাকে অভিনন্দন জানাতে যান সাকিব।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে টিম হোটেলের লবিতে একসাথে দেখা যায় সায়মা ওয়াজেদ পুতুল ও সাকিব আল হাসানকে। ছবি তুলতেও দেখা যায় দু’জনকে একসাথে । সেই ছবিটা নিজের ফোনেও ফ্রেমবন্দি করে রাখেন বাংলাদেশ অধিনায়ক। এরপর পুতুলের সফর সঙ্গীদের অনেকেই সাকিবকে দেখে ছবি তুলতে আসেন।

বুধবার নয়াদিল্লিতে ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনের তৃতীয় দিন। যেখানে সদস্য দেশগুলো সায়মা ওয়াজেদকে মনোনীত করার পক্ষে ভোট দেয়। ৮-২ ভোটের বিপুল ব্যবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হিসেবে নির্বাচিত হন শেখ হাসিনা কন্যা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে বাংলাদেশ দলও এখন অবস্থান করছে দিল্লিতে। একই হোটেলে থাকায় সাকিবের সাথে আলাপও হয় সায়মা ওয়াজেদ পুতুলের।

/আরআইএম

Exit mobile version