Site icon Jamuna Television

বিএনপি নেতা আমীর খসরু গ্রেফতার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে।

পল্টন থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কেন্দ্রীয় আরও বেশ কয়েকজন নেতা আসামি রয়েছেন।

/এনকে

Exit mobile version