Site icon Jamuna Television

ইসরায়েলকে ১৪ বিলিয়ন ডলারের সামরিক সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র

ছবি: এপি

হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলকে ১৪ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২ নভেম্বর) কংগ্রেসের নিম্নকক্ষে বিলটি তোলে রিপাবলিকান পার্টি। সেখানে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের চরম আপত্তির মুখেই ২২৬-১৯৬ ভোটে পাস হয় বিলটি। খবর এপির।

রিপাবলিকান স্পিকার স্পষ্টভাবে জানান, অভ্যন্তরীণ বাজেট থেকে কাটছাট হবে এই অর্থ। ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড’স স্লিং প্রতিরক্ষা কাঠামোর পেছনেই ৪ বিলিয়ন ডলার ব্যয় হবে। বাকিটা সামরিক ও মানবিক সহায়তার জন্য বরাদ্দ।

তবে উচ্চকক্ষ বা সিনেটে বিলটি তুলতে দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দেন ডেমোক্র্যাটিক সিনেটর চাক শুমার। ভেটো প্রদানের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনও। কারণ, কংগ্রেসের প্রতি ইসরায়েল, ইউক্রেন ও তাইওয়ানের জন্য জরুরি ভিত্তিতে ১০৬ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানিয়েছিলেন প্রেসিডেন্ট। যা পাস করেনি মার্কিন পার্লামেন্ট।

/এএম

Exit mobile version