Site icon Jamuna Television

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানকে মারধর, ভিডিও ভাইরাল

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় এক ইউপি চেয়ারম্যানের ওপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। মারধরের সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) দেবিদ্বার উপজেলা পরিষদের প্রধান ফটকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় হামলার শিকার হওয়া ব্যক্তি উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোকবল হোসেন মুকুল। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

মোকবল হোসেন মুকুল জানিয়েছেন, তিনি উপজেলা পরিষদে জরুরি কাজে যাচ্ছিলেন। এ সময় নুরুন্নবী নামে এক ব্যক্তি তার গতিরোধ করে মারধর শুরু করে। এক পর্যায়ে ছুরিকাঘাতের চেষ্টাও করে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এমএন

Exit mobile version