Site icon Jamuna Television

রদ্রিগোর সাথে চুক্তি নবায়ন করলো রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর সাথে নতুন চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন তিনি।

রিয়াল মাদ্রিদ এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। রদ্রিগোর সাথে রিয়ালের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সাল পর্যন্ত। নতুন চুক্তিতে এই ফরোয়ার্ডের রিলিজ ক্লজ রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরো।

এর আগে, ২০১৯ সালে মাত্র ১৮ বছর বয়সে রিয়ালে নাম লেখান তিনি। গত পাঁচ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৯টি ম্যাচে তিনি গোল করেছেন ৩৯টি। স্প্যানিশ জায়ান্টদের হয়ে দুটি লা লিগাসহ মোট ৮টি শিরোপা জিতেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

প্রসঙ্গত, চলতি মৌসুমে খুব একটা ছন্দে নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে লক্ষ্যভেদ করেছেন মাত্র দুইবার এবং অ্যাসিস্ট করেছেন একটি।

/আরএইচ /এএম

Exit mobile version