Site icon Jamuna Television

পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে তিন ফিলিস্তিনি নিহত

ধোঁয়ার কুণ্ডলী দেইর শারাফ শহরের বুকে। ছবি: এএফপি

দখলকৃত পশ্চিম তীরে নারকীয়তা চালাচ্ছে ইসরায়েলি সেনাবহর। বৃহস্পতিবারের (২ নভেম্বর) অভিযানে প্রাণ গেছে ৩ ফিলিস্তিনির। খবর আল জাজিরার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, রামাল্লার কাছেই সামরিক অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এসময় প্রাণ যায় দুই ফিলিস্তিনির। পাল্টা হামলায় মৃত্যু হয় এক ইহুদি সেনারও। একইদিন কালকিলা এলাকায় চালানো পৃথক অভিযানে প্রাণ হারান অপর ফিলিস্তিনি। দেইর শারাফ এলাকায় তাণ্ডব চালাচ্ছে দখলদাররা। নিরীহ ফিলিস্তিনিদের উৎখাতের মাধ্যমে দখল করছে তাদের ঘরবাড়ি।

গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি বর্বরতায় পশ্চিম তীরে ১৩৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সাঁড়াশি অভিযানে, ধরপাকড়ের শিকার হয়েছেন পাঁচ হাজারের বেশি।

/এএম

Exit mobile version