Site icon Jamuna Television

ইসরায়েলি হামলায় ধ্বংস জাতিসংঘের স্কুল, নিহত ২০

ছবি: এএফপি

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় ২৪ ঘণ্টায় জাতিসংঘের ৪টি স্কুল ধ্বংস হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) এ ঘটনা ঘটে। ভবনগুলোয় আশ্রয় নিয়েছিলো কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। খবর আরব নিউজের।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানায়, জাবালিয়া শরণার্থী শিবিরের একটি স্কুলে হামলায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। বিচ শরণার্থী শিবির ও আল বুরেইজ ক্যাম্পেও হয়েছে বোমাবর্ষণ। প্রাণ গেছে কমপক্ষে তিন জনের। টার্গেট করা হচ্ছে হাসপাতালগুলোও।

তবে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত হয়েছেন অনেকে।

হামাসের দাবি, ৭ অক্টোবরের পর থেকে শতাধিক হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র হামলার শিকার হয়েছে। বিমান হামলার পাশাপাশি গাজার বিভিন্ন অঞ্চলে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইহুদি বাহিনী। প্রধান প্রধান সড়কগুলো দখলে নেয়ার দাবি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের।

/এএম

Exit mobile version