Site icon Jamuna Television

আমীর খসরুর ৬ দিনের রিমান্ড মঞ্জুর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে পল্টন থানার পুলিশ হত্যা মামলায় ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। নাশকতা মামলায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের শুক্রবার (৩ নভেম্বর) বিকালে সিএএমএম কোর্টে তোলা হয়। ডিবি পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৬ দিনের রিমান্ড দেন।

এর আগে, বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটকের পর আমীর খসরুকে নেয়া হয় ডিবি কার্যালয়ে।

পুলিশ জানায়, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষে যে পুলিশ সদস্য নিহত হন, সেই হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে নাশকতা মামলায় গ্রেফতার করে ডিবি।

এটিএম/

Exit mobile version