Site icon Jamuna Television

সরকারকে পদত্যাগে ইসলামী আন্দোলনের এক সপ্তাহের আল্টিমেটাম

আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে আল্টিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এই আল্টিমেটাম দেন দলটির আমীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

ইসলামী আন্দোলনের আমীর বলেছেন, সরকারকে পদত্যাগ করে ১০ নভেম্বরের মধ্যে নিবন্ধিত দলগুলোর প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে। একইসাথে এক সপ্তাহের মধ্যে গ্রেফতারকৃত বিরোধীদলের নেতাকর্মী ও আলেমদের মুক্তি দিতে হবে।

দলটির দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মূসচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বললেন, ২০১৪-১৮ সালের মতো নির্বাচন এবার হতে দেয়া হবে না।

/এআই/এমএন

Exit mobile version