Site icon Jamuna Television

২৮ অক্টোবর হত্যাযজ্ঞ ও হামলায় ওবায়দুল কাদের দায়ী: অলি আহমদ

ছবি: কর্নেল (অব.) অলি আহমদ । ফাইল ফটো

বিএনপি কিংবা অন্যান্য দল নয়, আওয়ামী লীগ নিজেই দেশকে অস্থিতিশীল করছে। ২৮ অক্টোবর হত্যাযজ্ঞ ও নৈরাজ্যের হুকুম দিয়েছিলেন স্বয়ং ওবায়দুল কাদেরই। এমন অভিযোগ করেছেন এলডিপি প্রসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে কারওয়ান বাজারে এলডিপি কার্যালয়ে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

অলি বলেন, ২৮ অক্টোবর সরকার বিরোধী রাজনৈতিক অনুষ্ঠানে যুবলীগ ছাত্রলীগের কর্মীরাই আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরে পরিবেশ অস্থিতিশীল করেছে। তারাই হত্যাসহ বিচারপতির বাসায় হামলা করেছে। যার হুকুম দিয়েছিলেন ওবায়দুল কাদের।

তিনি জানান, হুকুমের আসামি হিসেবে ওবায়দুল কাদেরের বিরুদ্ধেই মামলা হওয়া উচিত। সেদিন কতো সাধারণ মানুষ মারা গেছে তার হিসেবও নাই। মামলার ভয়ে অনেকেই ক্ষতিগ্রস্ত হলেও প্রকাশ করছে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার স্বৈরাচার। তাদেরকে উৎখাত করতে জনগণ মাঠে নেমেছে।

এটিএম/

Exit mobile version