Site icon Jamuna Television

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েল সফর

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুসে বিমানে চড়ার পূর্বে সাংবাদিকদের সাথে কথা বলছেন। ছবি: সিএনএন।

আবারও ইসরায়েল সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। শুক্রবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর এটি ব্লিনকেনের তৃতীয় সফর। ইতিমধ্যে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করেছেন। এরপর ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যদের সাথেও বৈঠক করার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

ধারণা করা হচ্ছে, ইসরায়েলকে মার্কিন সহায়তার বিষয়টি আবারও নিশ্চিত করার জন্যই ব্লিনকেনের এই সফর। এর পাশাপাশি মানবিক কারণে সাময়িক অস্ত্রবিরতীর বিষয়েও তেল আবিবের সাথে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

/এআই

Exit mobile version