Site icon Jamuna Television

চবি বিএনসিসি’র রজতজয়ন্তী ১০ অক্টোবর

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নৌ-শাখার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্লাটুন ইউনিট। ১০ অক্টোবর (বুধবার) দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফেরদৌস। এছাড়া বিএনসিসি (নৌ-শাখা) এর চট্টগ্রাম ফ্লোটিলার অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিএনসিসি (নৌ-শাখার) চবি প্লাটুন ইউনিটের প্রাক্তন ও বর্তমান ক্যাডেটগণ উপস্থিত থাকবেন।

বিএনসিসি (নৌ-শাখা) চবি প্লাটুন ইউনিটের প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) ও চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. তৌহিদ হোসেন চৌধুরী এই মিলনমেলার সভাপতিত্ব করবেন।

ইতোমধ্যে রজতজয়ন্তী উৎসবের নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধন চলবে সেপ্টেম্বর ২০ পর্যন্ত। নিবন্ধনের ঠিকানা- http://www.anchorcu.com।

যমুনা অনলাইন: জেসি/টিএফ

Exit mobile version