Site icon Jamuna Television

আরও এক হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

উত্তর গাজার বেইট হানুন এলাকায় আইডিএফ সৈন্যদের দ্বারা হামাসের বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার। ছবি: আনাদুলু এজেন্সি।

আরও এক হামাস কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। নিহত যোদ্ধার নাম মুস্তাফা দালুল। শুক্রবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ’র জানায়, স্থল অভিযানে মৃত্যু হয়েছে তার। হামাসের গাজা সিটি ব্রিগেডের শক্তিশালী কয়েকটি আস্তানার দায়িত্বে ছিলেন কমান্ডার দালুল। আইডিএফ সেনাদের বিরুদ্ধে একাধিক সম্মুখযুদ্ধে সাবরা তেল আল-হাওয়া ব্যাটালিয়নের হয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।

এদিকে, বেইত হানুন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে কালাশনিকভ রাইফেল, সাবমেশিন-গান, যোগাযোগ সরঞ্জাম ও মানচিত্র উদ্ধারের দাবি করেছে আইডিএফ। শুক্রবার হামাস বিরোধী সর্বাত্মক অভিযানের নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েল। ভিডিও ফুটেজে দেখা যায়, স্থল অভিযানের পাশাপাশি বিমান ও সাগরপথেও চলছে হামলা।

/এআই

Exit mobile version