Site icon Jamuna Television

এক বছরে প্রায় ৯৭ হাজার ভারতীয়দের আটক করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন কাস্টমস এন্ড বর্ডার প্রটেকশন। ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টা করায় এক বছরে আটক হয়েছে প্রায় ৯৭ হাজার ভারতীয়। শুক্রবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (ইউসিবিপি) তথ্য অনুসারে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পাড়ি দেওয়ার সময় ধরা পড়ে রেকর্ড ৯৬ হাজার ৯১৭ জন। এর মধ্যে ৩০ হাজারের বেশি আটক হয়েছে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে।

এদিকে, মেক্সিকো থেকে অনুপ্রবেশের চেষ্টা করেছে ৪১ হাজার ৮শ’র কাছাকাছি। এর আগে, ২০১৯-২০ সালের তুলনায় চলতি বছর এই সংখ্যা প্রায় ৫ গুণ বেশি। এদের বেশিরভাগই গুজরাট ও পাঞ্জাবের বলে জানায় ভারতীয় গণমাধ্যম। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী ভারতীয়দের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

/এআই

Exit mobile version