Site icon Jamuna Television

হুমায়রা হিমুর ‘আত্মহত্যা’: নেপথ্যে কি কথিত প্রেমিক জিয়াউদ্দিন?

অভিনেত্রী হুমায়রা হিমু যখন আত্মহত্যা করেন, তখন তার সামনে বিছানায় বসে ছিলেন প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন। এর আগে আত্মহত্যার হুমকি দেন হুমায়রা হিমু। কিন্তু তার প্রেমিক তাতে পাত্তা দেননি। কারণ, তার আগেও তিন থেকে চারবার আত্মহত্যার হুমকি দিয়েছিলেন এই অভিনেত্রী।

গ্রেফতারের পর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) জিজ্ঞাসাবাদে এমনটা জানায় জিয়াউদ্দিন। হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তবে, জিয়াউদ্দিনের দেয়া তথ্য যাছাই করতে পারেনি র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার হুমায়রা হিমুর মৃত্যুর পর থেকে এ ঘটনায় ঘুরেফিরে আসে জিয়াউদ্দিনের নাম। তিনি বিভিন্ন মহলে রুফি ওরফে উরফি জিয়া নামেও পরিচিত। ‘ও’ লেভেল শেষ করে টেক্সটাইল কেমিক্যালের ব্যবসা করতেন জিয়াউদ্দিন।

জিয়াউদ্দিনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, হুমায়রা হিমুর খালাতো বোনের সঙ্গে জিয়াউদ্দিনের বিয়ে হয়েছিল ২০১৪ সালে। সে সময় হিমু ও জিয়াউদ্দিনের পরিচয় হয়। তবে, পারিবারিক সমস্যাজনিত কারণে পরে জিয়াউদ্দিনের সঙ্গে হিমুর খালাতো বোনের সংসারের ইতি ঘটে। এরপরও হুমায়রা হিমু ও জিয়াউদ্দিনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।

এরমধ্যে জিয়াউদ্দিন অন্যত্র বিয়ে করলেও সে নিয়মিত হিমুর সঙ্গে যোগাযোগ করতো। চার মাস আগে দু’জনের মধ্যে ঘণিষ্ট সম্পর্ক হয়। একপর্যায়ে এই অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দেন জিয়াউদ্দিন। আর নিয়মিত হিমুর বাসায় যাতায়াত শুরু করেন তার প্রেমিক। কিন্তু তাদের মধ্যে অনলাইন জুয়াসহ নানা বিষয়ে প্রায়ই বাকবিতণ্ডার ঘটনা ঘটতো।

আরও পড়ুন: ‘অনলাইন জুয়াসহ নানা বিষয়ে প্রেমিকের সাথে বাকবিতণ্ডতা, পরে হুমায়রা হিমুর আত্মহত্যা’

র‍্যাব আরও জানায়, হিমুকে চিকিৎসক মৃত ঘোষণার পর তার মরদেহ হাসপাতালে রেখে এই অভিনেত্রীর ২টি আইফোন ও গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে সে হিমুর বাসার পার্কিংয়ে রেখে দেয় গাড়ি। আর মোবাইল ফোন ২টি বিক্রির উদ্দেশে বংশালে যায় জিয়াউদ্দিন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় তার খালা বাদী হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় জিয়াউদ্দিনকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এমএন

Exit mobile version