Site icon Jamuna Television

জমকালো আয়োজনে খুলনায় খর্বাকৃতি যুগলের বিয়ে

বর আব্বাস চৌকিদার ও কনে সোনিয়া খাতুন।

খুলনা ব্যুরো:

বর-কনে দু’জনই খর্বাকৃতির, উচ্চতায় দু’ফুটের একটু বেশি। শুক্রবার (৩ নভেম্বর) পারিবারিকভাবে খুলনার রেলওয়ে বস্তি এলাকায় জমকালো আয়োজনে বিয়ে সম্পন্ন হয় তাদের।

বর বাগেরহাটের আব্বাস চৌকিদার। বর্তমানে তিনি লেখাপড়া করছেন রামপাল কলেজের ডিগ্রি প্রথমবর্ষে। আব্বাস উচ্চতায় দু’ফুটের একটু বেশি। কনে সোনিয়া খাতুনও ঠিক তাই।

বিয়ের গেটে মিষ্টিমুখ-শরবত পান থেকে শুরু করে অতিথি, খাওয়া-দাওয়া কোনো জায়গায়ই আয়োজনের কোনো কমতি ছিল না। উৎসুক মানুষেরও ভিড় ছিলো বেশ। তারাও আব্বাস-সোনিয়াকে জানিয়েছেন শুভকামনা। নিজেদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই দম্পতি ও তাদের পরিবার।

বর আব্বাস চৌকিদার বলেন, অনেকে অনেক বাজে মন্তব্য করেছে, আমি কোনো কথায় কান দেই নাই। অনেকে বলেছে তুই চার আঙুলে, কীভাবে বিয়ে করবি? এমন প্রশ্নের জবাবে আমি বলেছি বিয়ে তো আল্লাহর হুকুম। তিনি চাইলে আমি বিয়ে করতে পারব।

কনে সোনিয়া খাতুনের বাবা বলেন, মেয়েকে বিয়ে দিতে পেরে আমি খুবই খুশি। লাখ লাখ শুকরিয়া। তারা সুখে শান্তিতে থাকুক, সবাই দোয়া করবেন।

এমএইচ/এটিএম

Exit mobile version