Site icon Jamuna Television

বিক্ষোভে বন্ধ হওয়া অধিকাংশ গার্মেন্টস খুলেছে

স্টাফ করেসপন্ডেন্ট, সাভার:

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের জেরে গাজীপুরে বন্ধ হওয়া বেশিরভাগ পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল থেকেই কাজে শ্রমিকরা যোগ দিয়েছেন।

কাজে যোগ দেয়া শ্রমিকরা জানান, শিল্পাঞ্চলে শান্ত পরিবেশ বিরাজ করছে। কারখানার প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তবে, বেতন বৃদ্ধির দাবিতে আজও সাভারের জামগড়া এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় এলাকাটিতে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারসেল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার পর থেকে এলাকাটিতে বিজিবি মোতায়েন রয়েছে।

/এমএন

Exit mobile version