Site icon Jamuna Television

অস্তিত্ব সংকটে পড়েছে সরকার: মির্জা ফখরুল

‘অস্তিত্ব সংকটে পড়া সরকার’ প্রধান বিচারপতিকে তাঁর দায়িত্ব থেকে বিরত রাখতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকা কঠিন হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এক মাসের ছুটি মঞ্জুর প্রসঙ্গে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে- সরকার, প্রধান বিচারপতিকে দায়িত্ব থেকে বিরত রাখতে চাইছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। প্রধান বিচারপতি অসুস্থ নন দাবি করে মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগকে অনুগত করার চেষ্টা হচ্ছে, সবাই মিলে তা রুখতে হবে।

সংবাদ সম্মেলনে একই অভিযোগ করেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সরকার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দিচ্ছে। এই ঘটনায় জনগণ অনিশ্চয়তা, আতঙ্ক আর উদ্বেগের মধ্যে পড়েছে বলেও মনে করেন বিএনপি নেতারা।

 

Exit mobile version