Site icon Jamuna Television

দেশের আইনে বিচার হবে বাইডেনের কথিত উপদেষ্টার: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো:

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা সম্পর্কে আমেরিকা নিশ্চিত করেছে এই লোক তাদের কেউ না। আমেরিকা তাদের আইনে হয়তো তার বিচার করবে, তবে দেশের আইনেও মিয়া আরেফির বিচার হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (৪ নভেম্বর) সকালে নগরীর আম্বরখানায় ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। ২৮ তারিখ শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হমলা ও হাসপাতালে আগুন দিয়েছে। এর জন্য জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দলটি থেকে দোষীদের বহিষ্কারের আহ্বান জানান তিনি।

পাশাপাশি দলটির প্রতি সন্ত্রাস ও মিথ্যাচারের পথ ছেড়ে নির্বাচনে আসারও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

/এমএন

Exit mobile version