Site icon Jamuna Television

উরফি জাভেদের বিরুদ্ধে পুলিশের মামলা

উরফি জাভেদ। ছবি: হিন্দুস্তান টাইমস।

বিভ্রান্তিকর ভিডিওতে জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে উরফি জাভেদের বিরুদ্ধে। শুক্রবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে মুম্বাই পুলিশের ভাবমূর্তি নষ্ট করার কারণে উরফিসহ মোট পাঁচ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে।  এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে দেখা গেছে উরফির সঙ্গে কথা বলছেন দু’জন পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে একজন উরফিকে জিজ্ঞাসা করেন, এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরাফেরা করে? এরপর উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ কর্মকর্তাকে। কিছুক্ষণ কথা কাটাকাটি চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলা হয়।

এই ভিডিও ভাইরাল হতেই উরফির খোঁজে মাঠে নামে পুলিশ। খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, পুরো ভিডিওটিই প্রচারে থাকার জন্য উরফি নিজেই বানিয়েছেন। বিষয়টি উরফির পূর্বপরিকল্পিত।

কথিত পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য তিন জনকে ভাড়া করা হয়েছিল। যারা কনস্টেবল সেজেছিলেন তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেয়া হয়েছিল। পুলিশ বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফলোয়ার বাড়াতেই এই কাজ করেছেন উরফি।

/এআই

Exit mobile version