Site icon Jamuna Television

‘টপ গান’ মুভির ধারে কাছেও নেই কঙ্গনার ‘তেজস’

‘তেজস’ সিনেমার একটি দৃশ্যে কঙ্গনা রানাউত। ছবি: হিন্দুস্তান টাইমস।

ফের বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে কঙ্গনা রানাউতের ‘তেজস’- সিনেমা। ভারতের বেশিরভাগ হল থেকে ছিটকে যাচ্ছে কঙ্গনার এই ছবি। শনিবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ভারতীয় সিনেমা বিশেষজ্ঞ কোমল নাহতা বলেম, এটি একটি খারাপ চলচ্চিত্র, হলিউডের ‘টপ গান’ মুভির ধারে কাছেও নেই কঙ্গনার ‘তেজস’।

প্রতিবেদনে বলা হয়, উদ্বোধনী সপ্তাহে ৬০ কোটি টাকা বাজেটের সিনেমা তিন দিনে আয় করতে পেরেছে মোটে ৩ কোটি রুপি।

বলিউডের যে কোনও অভিনেত্রীর তুলনায় বর্তমানে কঙ্গনা রানাউতের ঝুলিতে কাজের সংখ্যা বেশি হলেও, বক্স অফিসে তার বাজার মন্দা চলছে। এর আগে, ‘থালাইভি’ ফ্লপ হয়েছিল। এরপর ৮৫ কোটির ‘ধাকড়’ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী ২’র রেজাল্টও বক্সঅফিসে ভাল নয়। এবার যুদ্ধ বিমানের পাইলটের চরিত্রে নির্মিত ‘তেজস’ সিনেমা বক্স অফিসে ফের ব্যর্থ।

/এআই

Exit mobile version