Site icon Jamuna Television

যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে এলোপাতাড়ি কুপিয়ে জখম

নাটোরের লালপুরে এক যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ নভেম্বর) উপজেলার গোপালপুর মহিলা আদর্শ কলেজের পাশ থেকে উদ্ধার করা হয় বিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে।

মাসুদ রানার দাবি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ডিবি পরিচয়ে মাইক্রোবাসে
তাকে তুলে নেয় দুর্বৃত্তরা। পরে কুপিয়ে দশ কিলোমিটার দূরে সড়কে ফেলে যায় তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

এটিএম/

Exit mobile version