Site icon Jamuna Television

বিশ্বকাপে রবীন্দ্রর তৃতীয় সেঞ্চুরিতে উড়ছে নিউজিল্যান্ড, দুশ্চিন্তায় পাকিস্তান

বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন কিউই ওপেনার রাচিন রবীন্দ্র। চলতি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ব্যক্তিগত তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন এই বাঁহাতি। এই ওপেনারের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তানকে বড় লক্ষ্য দেয়ার পথে রয়েছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ৩৫ দশমিক ৪ ওভারে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৬১ রান।

এর আগে শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সকাল ১১টায় দিনের প্রথম ম্যাচে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে নিউজিল্যান্ড। পাওয়ারপ্লে’তে কোন উইকেট না হারিয়ে ৬৬ রান তোলে তারা। তবে ইনিংসের এগারোতম ওভারে খেই হারায় ডেভন কনওয়ে। ৩৯ বলে ৩৫ রান করে হাসান আলীর বলে কিপার ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

তবে পরবর্তীতে ব্যাটিংয়ে নামা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে নিয়ে দারুণ জুটি গড়েন রাচিন রবীন্দ্র। ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নিতে তিনি খরচ করেছেন ৮৮টি বল। ১৫টি চার ও ১ ছক্কায় অপরাজিত আছেন ৯৩ বলে ১০৮ রান করে।

অপরদিকে অধিনায়ক কেন উইলিয়ামসন খুব কাছে গিয়েও পাননি সেঞ্চুরির দেখা। ১০ টি চার ও ২ ছক্কায় ৭৯ বলে ৯৫ রানে আউট হয়ে যান তিনি।

/এমএইচ

Exit mobile version