Site icon Jamuna Television

অবরোধের মধ্যে চট্টগ্রামে কাল হরতালের ডাক বিএনপির

চট্টগ্রাম ব্যুরো:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে আগামীকাল রোববার (৫ নভেম্বর) চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম জেলা ও মহানগরে সর্বাত্মক হরতাল কর্মসূচি পালিত হবে। তবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্র, সাংবাদিকদের বহনকারী যানবাহন ও ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। একইসাথে রোববার ও সোমবার বিএনপির ডাকা দু’দিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে।

গত বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে ঢাকার গুলশানের একটি বাসা থেকে আমীর খসরুকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় তাকে ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

/আরএইচ/এমএন

Exit mobile version