Site icon Jamuna Television

বাংলাদেশকে ২৫৬ রানের টার্গেট দিল আফগানিস্তান

শুরুতে আবু হায়দার রনি আক্রমণে আফগান শিবিরে ভাঙন শুরু হলেও শেষ পর্যন্ত রশিদ খান ও গুলদাবিন নায়েবের ৫৬ বলে ৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে ২৫৬ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং বেছে নেন আফগান অধিনায়ক আসগর আফগান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৫ রান করে আফগানরা। অষ্টম উইকেটে ৯৫ রান যোগ করেন রশিদ ও নায়েব। নায়েব ৩৮ বলে ৪২ ও রশিদ ৩২ বলে ৫৭ রান করেন।

আসগর স্টানিকজাইয়ের পর সামিউল্লাহ শেনওয়ারিকেও বোল্ড করলেন সাকিব আল হাসান। এর আগে নিজের প্রথম ওভারে মোহাম্মদ শাহজাদকে ক্যাচ তুলতে বাধ্য করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই ভয়ঙ্কর হয়ে ওঠা মোহাম্মদ শাহজাদ ও হাশমতউল্লাহ শহীদির জুটি ভাঙেন সাকিব আল হাসান। ইনিংসের ২৬তম এবং নিজের চতুর্থ ওভারে আফগান অধিনায়ক আসগর স্ট্রানিকজাইকে ফেরান তিনি।

সাকিবের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন আফগান অধিনায়ক। আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১ রান করা আসগর সাকিবের বলে বোল্ড হওয়ার আগে করেন ৮ রান।

শেষ ১০ ওভারে আসে ৯৭ রান। দলীয় সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৫৫। ফিফটি হাঁকিয়ে ২০তম জন্মদিন উদযাপন করেন লেগস্পিনার রশিদ। ৩২ বলে ৫৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।

Exit mobile version