Site icon Jamuna Television

টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

নিজেদের সপ্তম ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। শনিবার (৪ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। দু’দলের ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

এই ম্যাচে অজিদের একাদশে এসেছে দুইটি পরিবর্তন। গ্লেন ম্যাক্সওয়েল ও মিশেল মার্শের জায়গায় একাদশে ফিরেছেন ক্যামেরন গ্রিন এবং মাকার্স স্টয়নিস।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশানে, জশ ইংলিশ (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মাকার্স স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

ইংল্যান্ডের একাদশ: জনি বেয়ারস্টো, ডাউইদ মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, লিয়াম লিভিংস্টোন,ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ ও মার্ক উড।

/এনকে

Exit mobile version