Site icon Jamuna Television

পাবনায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩

পাবনা প্রতিনিধি :

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে তিনজন। বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরেই স্থানীয় দুই গ্রুপের রেষারেষি চলছিলো। এরই জের ধরে উভয় পক্ষ সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস মুন্সি এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আওয়াল কবির জয়ের মাঝে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়।

এঘটনায় শ্রীকোল বাজারের নৈশপ্রহরী ছিদ্দিক এবং আওয়ামী লীগ কর্মী দেলোয়ার মুন্সি ও আব্দুস সোবহান গুলিবিদ্ধ হয়। তাদেরকে ভর্তি করা হয়েছে পাবনা সদর হাসপাতালে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Exit mobile version