Site icon Jamuna Television

যত্ন সহকারে মেট্রোরেল ব্যবহার করবেন: প্রধানমন্ত্রী

মেট্রোরেল যত্ন সহকারে ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মেট্রোরেল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ময়লা ছুড়ে ফেলবেন না।

শনিবার (৪ নভেম্বর) আরামবাগে আওয়ামী লীগের জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাবার মতো আমিও দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছি। আমি সোনার বাংলা গড়তে চাই।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঢাকার মানুষের জন্য আজ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করেছি। উত্তরার মানুষ ৩৮ থেকে ৪০ মিনিটের মধ্যে মতিঝিল পৌঁছাতে পারবেন। তাদের যানজটে পড়তে হবে না। কর্মজীবি মানুষ, ছাত্র শিক্ষক বিশেষ করে নারীরা নিরাপদে যাতায়াত করতে পারবে এই মেট্রোরেলের মাধ্যমে।

মেট্রোরেলকে আরও বর্ধিত করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেল কমলাপুর রেলস্টেশন পর্যন্ত বর্ধিত করা হবে। এরই মধ্যে এ নিয়ে কাজ শুরু হয়েছে। তাছাড়া সাভারের হেমায়েত পুর থেকে ভাটারা পর্যন্ত পাতাল রেল প্রকল্পের কাজও আমরা করবো।

এসজেড/

Exit mobile version