Site icon Jamuna Television

ব্যালন ডি’অর জয়ী মেসির জন্য ‘বিশেষ’ ম্যাচ মিয়ামির

ফাইল ছবি

ফুটবল খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের জন্য দেয়া মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। এটি অষ্টমবারের মতো জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। গত ৩০ অক্টোবর রাতে প্যারিসের ‘তিয়াটর দু শাতলে’ মেসির হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেয়া হয়।

মেসির অষ্টম ব্যালন ডি’অর জয়ে তার ক্লাব ইন্টার মিয়ামিও বেশ খুশি। তাই তো মেসির ব্যালন ডি’অর জয় উদযাপনে বিশেষ আয়োজন করতে যাচ্ছে ক্লাবটি। এ উপলক্ষে নিউইয়র্ক সিটির বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে মেজর সকার লিগের দলটি।

মায়ামি কর্তৃপক্ষ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগামী ১০ নভেম্বর ম্যাচটি খেলবে তারা। নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচের আগে ব্যালন ডি’অর ট্রফি দর্শকদের সামনে প্রদর্শন করবেন মেসি।

/এনকে

Exit mobile version