Site icon Jamuna Television

ঢাবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক মাকসুদ কামাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

শনিবার (৪ নভেম্বর) সকালে উপাচার্য কার্যালয়ে বিদায়ী উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছ থেকে তিনি এই দায়িত্বভার নেন। পরে বিশ্ববিদ্যালয়ের সিনেট অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিক্ষকসহ সকলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় অধ্যাপক মাকসুদ কামাল বলেন, এতোদিনের অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে তা বাস্তবায়নে চেষ্টা করা হবে। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফান্ডেড স্কলারশিপের ব্যবস্থা করার কথাও জানান তিনি। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন বিশ্বে এক অনন্য উচ্চতায় যায়, সেই লক্ষ্যে সবার সহযোগিতা নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন অধ্যাপক মাকসুদ কামাল। পরে সহকর্মীদের নিয়ে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসজেড/

Exit mobile version