Site icon Jamuna Television

অবরোধ শুরুর আগেই রাজধানীতে ৩ বাসে আগুন

আগামীকাল থেকে শুরু হচ্ছে জামায়াত-বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ। তবে অবরোধ শুরুর আগেই রাজধানীর তিনটি স্থানে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কয়েক মিনিটের ব্যবধানে রাজধানীর সায়েদাবাদ, সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় মোট তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সন্ধ্যা ৭টা থেকে সাড়ে সাতটার মধ্যে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান মার্কেটের সামনে গ্রিন ইউনিভার্সিটির বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নিউমার্কেটের গাউসিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

এর প্রায় একই সময়ে রাজধানীর সায়েদাবাদ জনপথের মোড়ে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট ওই তিনটি বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এএস/

Exit mobile version