Site icon Jamuna Television

চোরাগোপ্তা হামলাকার‍ীদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যারা চোরাগোপ্তা হামলা চালা‌চ্ছে, বাস পোড়াচ্ছে, তা‌দেরই চি‌হ্নিত করে গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই ধরনের কর্মকা‌ণ্ডে কেউ ছাড় পাবে না ব‌লেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শ‌নিবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর মধুবাগ মাঠে বৃহত্তর কু‌মিল্লাবাসীর আয়োজনে সংবর্ধনা ও মত‌বি‌নিময় অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা এবং পুলিশ হত্যার মতো ঘটনা ঘটিয়েও দুঃখ প্রকাশ না করে তারা হরতাল-অবরোধের ডাক দিয়েছে। আবারও বিএনপি ২০১৩-১৪ সালের মতো সন্ত্রাসী কার্যক্রম চালানোর পাঁয়তারা করছে।

তিনি আরও বলেন, যারা আগুন দিচ্ছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

নির্বাচন প্রসঙ্গে এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। বিএন‌পি জানে তারা নির্বাচন করলে জিততে পারবে না। তাই তারা ষড়যন্ত্র করে অন্য উপায়ে ক্ষমতায় আসতে চাইছে।

/এসজেড/এমএন

Exit mobile version