Site icon Jamuna Television

বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন চৌধুরী আটক

বিএনপি’র ভাইস প্রেসিডেন্ট, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করেছে র‍্যাব।

রোববার (৫ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার আসামি হিসেবে রাজধানীর টঙ্গী এলাকা থেকে আত্নগোপনে থাকা অবস্থায় তাকে আটক করেছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাবের সদর দফতরে নেয়া হয়েছে।

/এমএইচ

Exit mobile version