Site icon Jamuna Television

নেপালে আবার ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

উত্তর-পশ্চিম নেপালের একটি ভূমিকম্প কবলিত এলাকার দৃশ্য। ছবি: হিন্দুস্তান টাইমস।

শুক্রবার রাতের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই, আবার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। রোববার (৫ নভেম্বর) সকালে ভূমিকম্পটি অনুভূত হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।

এদিকে, শুক্রবার রাতের ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের পশ্চিমাঞ্চলে এখনও চলছে উদ্ধারকাজ। আফটার শকের শঙ্কায় খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন বহু মানুষ। ভূমিকম্পে এখন পর্যন্ত ১৫৭ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে জরুরি বিভাগ।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য। চিকিৎসাধীন প্রায় ৪শ’ আহত মানুষ।

নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের বরাতে জানা গেছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পশ্চিম নেপালের জাজারকোট নামের এলাকায়। শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এ সময় পার্শ্ববর্তী পশ্চিম রুকুম এলাকাও এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৬ দশমিক ৪।

অন্তত ২৪ ঘণ্টা পর্যন্ত বাসিন্দাদের বাড়ির বাইরে থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিবেশী ভারতেও বেশকিছু জায়গায় অনুভূত হয় কম্পন।

/এআই

Exit mobile version