Site icon Jamuna Television

উত্তরায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আটক ছাত্রদল নেতা

উত্তরার হাউজবিল্ডিং এলাকায় পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণে আহত হয়েছেন উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য। ককটেল নিক্ষেপের সময় হাতেনাতে আটক করা হয়েছে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী মো. হাসানকে।

রোববার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বলেন, ককটেল নিক্ষেপের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ছাত্রদলের সাবেক নেতা। তাকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এটিএম/

Exit mobile version