Site icon Jamuna Television

উত্তরায় ১০ ডাকাত আটক

রাজধানীর উত্তরা এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দুইটার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ডাকাত দলটি রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তৈরি পোশাকবাহি একটি কাভার্ড ভ্যান ছিনতাই করে উত্তরা এলাকায় তাদের আস্তানায় নিয়ে আসে। উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাটি টের পেয়ে ওই বাসায় অভিযান চালিয়ে ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেপ্তার করে। কাভার্ড ভ্যানটি আব্দুল্লাহপুরের বেসিক অ্যাপারেলস গার্মেন্টসের মালামাল নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা করেছিলো বলে পুলিশ জানায়।

Exit mobile version