Site icon Jamuna Television

পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের দায় বিএনপি নেতারা এড়াতে পারবে না: কাদের

ফাইল ফটো

পুলিশ হত্যা ও সাংবাদিক নির্যাতনের দায় বিএনপির একজন কেন্দ্রীয় নেতাও এড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৫ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনির্ধারিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাসী দলের সাথে কোনো সংলাপ নয়। বিএনপি যা করেছে, তাতে সংলাপের পরিবেশ নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, ১ কোটি কর্মীকে ঘরছাড়া করা হয়েছে, ৮ হাজার গ্রেফতার- বিএনপির এমন দাবির প্রেক্ষিতে নেতাকর্মীদের তালিকা চায় সরকার। এসব কথা বলে বিদেশিদের বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি করেন ওবায়দুল কাদের।

তিনি জানান, আগামী নির্বাচনের জন্য ৫০ হাজার টাকা করে মনোনয়ন পত্র কিনতে পারবে প্রত্যাশীরা। বলেন, মনোনয়নপত্রের জন্য অনলাইনে আবেদনের সুযোগ থাকছে।

এটিএম/

Exit mobile version