Site icon Jamuna Television

মেট্রোরেলের উত্তরা-মতিঝিল অংশে যাত্রী চলাচল শুরু

মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অংশে যাত্রী চলাচল শুরু হয়েছে। রোববার (৫ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে উত্তরা স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায় প্রথম ট্রেনটি। মাত্র ৩১ মিনিটে মতিঝিল পৌঁছাতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা।

এর আগে সকাল ৭টা ১৫ মিনিটে খুলে দেয়া হয় স্টেশনের গেট। এর আগে থেকেই ট্রেনে উঠতে যাত্রীদের লম্বা লাইন দেখা যায়। এসময় যাত্রীদের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস।

সব শ্রেণির মানুষকেই দেখা গেছে ট্রেনে ওঠার অপেক্ষায়। প্রাথমিকভাবে উত্তরা-মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা চলাচল করবে মেট্রো। আর উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল ১০০ টাকা। প্রথম দুটি স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়ার পর প্রতি স্টেশনে যেতে ১০ টাকা করে যোগ হবে।

এসজেড/

Exit mobile version