Site icon Jamuna Television

চট্টগ্রাম-কক্সবাজার রেলওয়ে ট্রায়ালরান সম্পন্ন, ১১ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো:

৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে ট্রেন। প্রথমবারের মতো রেলপথে যাওয়া যাবে পর্যটন শহরে। সেই মাহেন্দ্রক্ষণের আগে আজ সম্পন্ন হলো ট্রায়াল রান বা পরীক্ষামূলক চলাচল। নতুন রেলপথ ট্রেন চলাচলের জন্য কতোটা নিরাপদ এবং উপযোগী, তা খতিয়ে দেখছেন প্রকৌশলী ও বিশেষজ্ঞরা। ১১ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন কিংবা ট্রায়াল রানের আগে নতুন নির্মিত ১০১ কিলোমিটারের রেলপথটি ট্রেন চলাচলে উপযোগী কিনা, তা পরিদর্শনেই এখন চালানো হচ্ছে ট্রেন৷

এই অঞ্চলের সবাই হয়তো ট্রেনের সাথে পরিচিতি, কিন্তু কেউ কখনও কল্পনাও করেননি, তাদের ঘরের সামনে দিয়ে ট্রেন যাবে কক্সবাজারে৷ তাই তো চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়ার পথে পরিদর্শন ট্রেন ঘিরে পথে পথে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস উদ্দীপনা৷

এ ব্যাপারে রেলপথ পরিদর্শন অধিদফতরের পরিদর্শক রুহুল কাদের আজাদ বলেন, আজ ও কাল আমি দুইদিন পরিদর্শন করবো। লেভেল ক্রসিং গেট ঠিক আছে কিনা, যাত্রীবান্ধব কিনা, স্টেশনগুলো ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখবো, প্রতিবেদন দেয়ার পর ইনশাল্লাহ ট্রেন চলবে।

জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম নাজমুল হাসান বলেন, এ ধরনের পরিদর্শন প্রাথমিক রুটিন ওয়ার্ক এবং সরকারিভাবে স্বীকৃত।

দীর্ঘ এই রেলপথ নির্মিত হয়েছে তিনটি বনাঞ্চল এবং অভয়ারণ্যে ভেতর দিয়ে৷ এ কারণে হাতি চলাচলের জন্য থাকছে এলিফ্যান্ট ওভারপাস৷ যা এশিয়া মহাদেশে প্রথম৷

এডিবি এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্প৷ ৬ বছর ধরে নির্মাণযজ্ঞ শেষে আগামী ১১ নভেম্বর প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এটিএম/

Exit mobile version