Site icon Jamuna Television

মধ্যপ্রাচ্যে ফের হামলার মুখে মার্কিন সেনারা

মধ্যপ্রাচ্যে ফের হামলার মুখে পড়লো মার্কিন সেনারা। শনিবার (৪ নভেম্বর) সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের সেনা ঘাঁটিতে ছোড়া হয় রকেট।

এ তথ্য নিশ্চিত করে ব্রিটিশ একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা। তার জানায়, সকালে মার্কিন সেনাঘাটিতে আঘাত হানে একটি রকেট। হামলার দায় স্বীকার করছে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী, ইসলামিক রেজিস্টেন্স। সংগঠনটির দাবি, সিরিয়ার আল শাদ্দাদি সেনা ঘাঁটিকে টার্গেট করে একাধিক রকেট ছোড়া হয়েছে। সেগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে হতাহতের বিষয়ে মন্তব্য করেনি কোনো পক্ষ।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন গোষ্ঠীর হামলার শিকার হচ্ছে মার্কিন সেনারা। ১৯ অক্টোবর থেকে, ২০ দফা নাশকতার মুখে পড়ে বাহিনীটি। এর জেরে অঞ্চলটিতে আরও হাজার খানেক সেনা মোতায়েন করেছে বাইডেন প্রশাসন।

এটিএম/

Exit mobile version