Site icon Jamuna Television

ভিক্টোরিয়া হ্রদে ট্রলার ডুবি, নিহত ৪২

তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে ট্রলারডুবিতে প্রাণ গেছে অন্তত ৪২ জনের। নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে চলছে তল্লাশি। বৃহস্পতিবার রাত পর্যন্ত ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রাণে বেঁচে ফেরাদের দাবি, দুর্ঘটনার সময় নৌযানটিতে ছিলো দুই শতাধিক মানুষ। ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী বহন করছিলো ট্রলারটি। একইসাথে, ঝড়ো আবহাওয়ার মুখোমুখি হয় ‘এমভি নেয়েরে’ নামের যানটি। অবশ্য, দুর্ঘটনায় পড়লে কাছাকাছি থাকা আরও দুটি নৌযান সহায়তার জন্য এগিয়ে আসে। চালকের সন্ধান না পাওয়ায়, নৌযান কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শেষবার ১৯৯৬ সালে, ভিক্টোরিয়া হ্রদে নৌযান ডুবিতে প্রাণ হারায় ৫শ’র বেশি মানুষ।

Exit mobile version