Site icon Jamuna Television

ডেঙ্গু কেড়ে নিলো আরও ১৫ প্রাণ, ১৪০০ ছাড়াল মৃত্যু

ছবি: সংগৃহীত

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ১০৩ রোগী ডেঙ্গুরোগী।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মৃত্যু হয়েছে এক হাজার ৪০৮ জন রোগীর। রোববার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ছয় হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে এক হাজার ৮১৫ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ৭৯ হাজার ৯০৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ১ হাজার ১৫০ জন। আর এক লাখ ৭৮ হাজার ৭৫৪ জন ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৭১ হাজার ৭৯২ জন।

/এএম

Exit mobile version