Site icon Jamuna Television

পাবনায় ৫ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ

পাবনা করেসপনডেন্ট:

পাবনার চাটমোহর উপজেলার একটি বিলে অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৫ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ডিকসির বিলে এ অভিযান চালানো হয়।

পাবনার সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন বলেন, অভিযানে ৭০টি চায়না দুয়ারী ও ২ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি মোছা. তানজিনা খাতুনের নির্দেশে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা বলেও জানান এই কর্মকর্তা।

এএস/

Exit mobile version