Site icon Jamuna Television

রূপসায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা 

খুলনা করেসপনডেন্ট:

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে খুলনার রূপসায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বত্তরা। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপসা-বাগেরহাট পুরাতন সড়কের তালিমপুর ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, খুলনা-মোংলা লোকাল রুটের মায়ের আচল যাত্রীবাহী বাসটি শনিবার দুপুরে উপকারভোগীদের নিয়ে উপজেলার বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে যায়। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পর চালক বাসটি তালিমপুরস্থ নৈহাটী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মসজিদের সামনে রেখে বাড়িতে যায়।

এ সময় কিছুসংখ্যক ব্যক্তি সেখানে গিয়ে বাসে অগ্নি সংযোগ করে পালিয়ে যায় বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। পরবর্তীতে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

এএস/

Exit mobile version