Site icon Jamuna Television

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৭শ’

ফিলিস্তিনি ফটোগ্রাফার মোহাম্মদ আলাউল গাজার দেইর আল বালাহতে মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত সন্তানের কাফনযুক্ত লাশ ধারণ করেছেন তিনি। ছবি: আল জাজিরা।

ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৭শ’। সোমবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি ।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া রক্তক্ষয়ী এই যুদ্ধে নিহতদের মধ্যে ৩ হাজার ৯শ’ শিশু রয়েছে। ২ হাজার ৫শ’ নারী এবং ৩৯৭ জন প্রবীণ রয়েছে। 

ফিলিস্তিনি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ একটি সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলি হামলার ফলে গাজায় ৫৫টি মসজিদ, তিনটি বিশ্ববিদ্যালয়, তিনটি গির্জা এবং পাঁচটি ভবন ধ্বংস হয়েছে।

স্বাস্থ্য খাতে ক্ষতির বিষয়ে তিনি বলেন, ১০৫টি চিকিৎসা প্রতিষ্ঠান, ১৬টি হাসপাতাল, ৩২টি প্রাথমিক পরিচর্যা কেন্দ্র এবং ২৭টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

মারুফের মতে, ইসরায়েলি অভিযানের ফলে ৮ হাজার ৫ শ’ টি বাড়ি এবং ৪০ হাজার আবাসন ইউনিট ধ্বংস হয়েছে। এছাড়াও 88টি সরকারি সদর দফতর এবং ২শ’ টি স্কুল ক্ষতিগ্রস্থ হয়েছে।

/এআই

Exit mobile version