Site icon Jamuna Television

বিএনপির ভাইস চেয়ারম্যান দুদুকে আটকের অভিযোগ

গভীর রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার রোববার (৫ নভেম্বর) রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

শামসুজ্জামানের ছোট ভাই ওয়াহিদুজ্জামানের বরাতে জানানো হয়, গভীর রাতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। সঙ্গে তার ভাগনে ব্যবসায়ী হাসনাত আশরাফকেও নিয়ে গেছে পুলিশ।

এটিএম/

Exit mobile version