Site icon Jamuna Television

অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে ৬ বাসে আগুন, বন্ধ দূরপাল্লার যান

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ। সোমবার(৬ নভেম্বর) সকালে রাজধানীর মেরাদিয়াতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়ার ঘটনা ঘটেছে। গত রাত ১টা থেকে এখন পর্যন্ত সারাদেশে ৬টি গাড়ি পোড়ানোর ঘটনা জানিয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকার খিলগাঁও, পোস্তগোলা, বাংলাদেশ ব্যাংকের পাশে এবং মুগদা এলাকায় অগ্নিকাণ্ড চালিয়েছে দুর্বৃত্তরা।

এদিন স্বাভাবিক সময়ের তুলনায় সড়কে কম বাস চলাচল করতে দেখা গেছে। ফলে, অফিসগামী কিংবা জরুরি কাজে যারা বের হয়েছেন তাদেরকে বিপাকে পড়তে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে কিছুটা যানবাহন বেড়েছে।

সকাল ৯টা নাগাদ রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম। অবরোধের সমর্থনে রাজধানীতে ছোটখাটো মিছিল করতে দেখা গেছে। বাস স্টপেজ ও সড়কের মোড়ে মোড়ে পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, অবরোধ প্রতিরোধে সকালে শাহবাগে ছাত্রলীগ অবস্থান ও মিছিল করেছে।

/এনকে

Exit mobile version